৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাকির নায়েকের বাংলাদেশে আসা বাতিল করায় প্রতিবাদে সরব জবি ক্যাম্পাস

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না, সেটা এ দেশের জনগণ ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫বছর খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় ভারতের ভেটো দেওয়ার কারণে সরকার জাকির নায়েককে আসতে বাধা দেয়। বাংলাদেশের ছোটখাটো বিষয়ে ভারত আধিপত্য বিস্তার করেছে। ৫ আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নেবে না।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না। ভারত যদি ড. নায়েককে ফেরত চায়, তবে আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়। তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন। তিনি সারা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেন। ‘গুজরাটের কসাই’ নরেন্দ্র মোদির কাছে সে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top