৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে বিড়াল হত্যা ঘটনায় নারীর বিরুদ্ধে থানায় জিডি

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে বিড়ালকে জবাই করে হত্যার পর ধান ক্ষেতে ফেলে দেয়া সংক্রান্ত ঘটনায় বুলবুলি (২৬) নামের এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ মরা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরন করেছে।

এ ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় এ ডায়েরি করেন। আদমদীঘি থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামের এক নারী তার বাড়িতে একটি সাদা কালো রংয়ের বিড়ালকে বটি দিয়ে জবাই করার পর নারীভুরি বের করে হত্যা করে। এরপর ওই হত্যা করা বিড়াল বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে দেন।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বাদি ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দেখতে পেয়ে তার কর্তৃপক্ষকে নজরে আনলে গত বুধবার দুপুরে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দত্তবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে একই গ্রামের প্রতিবেশি শামছুন্নাহার মিনার নিকট থেকে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় হত্যা করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সি.ডি.আই.এল-এ প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top