মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির ক্রিকেটের উন্নয়নে টার্ফ নির্মাণসহ নারীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন।
আসিফ আকবর বলেন, “পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে আগ্রহী করে তুলতে বিসিবি বিশেষভাবে কাজ করবে। খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা আলাদা পরিকল্পনায় কাজ করব।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্রিকেটাররা একদিন বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারবে—এই বিশ্বাস নিয়ে বিসিবি এখানকার ক্রিকেট অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
তার সফরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রিকেট অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আসিফ আকবর পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রিকেট উন্নয়নের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনি খাগড়াছড়িতে সফর করে স্থানীয় ক্রিকেটারদের জন্য কয়েকটি সুসংবাদ দেন।