৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতের আই আই টি খড়গপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে পটুয়াখালী ভার্সিটির, কর্মকর্তার অংশগ্রহণ

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়গপুরে সম্প্রতি অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন নলেজ ইঞ্জিনিয়ারিং ইন ডিজিটাল লাইব্রেরি ডিজাইন (KEDLD–2025)”–এ অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।

সিম্পোজিয়ামের বিভিন্ন অধিবেশনে ড. পঙ্কজ কুমার সরকার আলাদাভাবে সেশন চেয়ার ও কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শিক্ষাবিদের সম্মানজনক সম্পৃক্ততা।

দেশ–বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সিম্পোজিয়ামটি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটা ডেটা লার্নিংয়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অংশগ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আইআইটি খড়গপুরের এই আন্তর্জাতিক আয়োজন আমার পেশাগত ও একাডেমিক জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সিম্পোজিয়ামের আয়োজক কমিটির উষ্ণ আতিথেয়তা, সম্মান ও সহযোগিতা সত্যিই অনন্য। আয়োজক সচিব ও তাঁর পুরো টিমের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “আমার অংশগ্রহণের অনুমতি ও উৎসাহ প্রদানের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকেও আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর সদয় সহযোগিতা ও প্রেরণার জন্য।”

উল্লেখ্য, ‘KEDLD–2025’ সিম্পোজিয়ামটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের শিক্ষাবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ল্যাংগুয়েজ, ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তাঁদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। এই আন্তর্জাতিক মঞ্চে পবিপ্রবির প্রতিনিধিত্ব দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক নতুন সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top