১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমান মাদারীপুরের হোটেল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রয়েল রেস্ট হাউস নামের ওই হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন।

পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন।” রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, উদ্ধার হওয়া ব্যক্তি নিজেকে চাকরির সন্ধানে আসা একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং একদিন আগে হোটেলে অবস্থান নেন।

মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়। মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) সংশ্লিষ্ট থানায় করা হয়েছে এবং উদ্ধার হওয়া কর্মকর্তাকে সেখানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উপ-পরিচালক নাইমুর রহমান নিখোঁজ হওয়ার পর বিষয়টি দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে পুলিশের দ্রুত তৎপরতায় অবশেষে তিনি নিরাপদে উদ্ধার হন বলে জানিয়েছে প্রশাসন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top