১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘লকডাউন নিয়ে আতঙ্কের কারণ নেই’ — মন্তব্য এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউন’ নিয়ে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আগামীকাল সব দলই মাঠে থাকবে এবং আওয়ামী লীগের মাঠের রাজনীতি ঠেকাতে এনসিপির একমাত্র নেতা হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তার দাবি, “দেশে তাদের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, এখন শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে।” বুধবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতসহ ৮ দলকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনারা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে।

বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ দেশের বড় অংশ এটি সমর্থন করে। দলের নেতাকর্মীরা তুলনায় চুনোপুঁটি।” তিনি আরও বলেন, খালেদা জিয়া জনগণের মনোভাব বুঝতে পেরেছিলেন বলেই বিএনপি দেশের অন্যতম বড় দলে পরিণত হয়েছে, কিন্তু বর্তমান নেতৃত্ব জনগণের প্রত্যাশা ধরতে না পারলে নিজেদের ক্ষতিই ডেকে আনবে।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করে তিনি আরও বলেন, গত এক বছরে যেসব পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিজেদের দাবিতে সরকারের কাছে এসেছে, তাদের কারো দাবি বাস্তবায়িত হয়নি; বরং প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামতে হচ্ছে, যা সরকারের জন্য লজ্জাজনক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top