মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র সহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার হরিণবাড়িয়া গ্রামে কালুখালী সেনা ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র সহ ২ জনকে আটক করা হয়।

জানা যায, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী সেনা ক্যাম্পের সদস্যগণ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ হরিণবাড়িয়া গ্রামের মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ সাজেদুল ইসলাম (২৭) কে ২ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি থেকে ১টি পাইপ গান,
৭টি ব্লাংক এ্যামোঃ (BOF), ৭ পিস ইয়াবা, ১টি ফায়ারিং পিন ও ১টি স্টিল অস্ত্রের পার্টস উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অবৈধ অস্ত্রসহ আটককৃতদের কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।