১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চার বিভাগীয় শহরে একইদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত পদ্ধতির পরিবর্তে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে একই দিনে নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, লিখিত পদ্ধতিতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে একই উত্তরের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষকের মূল্যায়নে নম্বরের তারতম্য দেখা যায়। এ কারণে এবার শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।তবে এমসিকিউ হবে গতানুগতিক মুখস্থনির্ভর নয়।

অধ্যাপক মঞ্জুর মোর্শেদ বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এবার পরীক্ষা ঢাকা, রাজশাহী, খুলনা ও কুমিল্লা—এ চার বিভাগীয় শহরে একই প্রশ্নে একই দিনে অনুষ্ঠিত হবে। রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার মান বন্টন:
মোট ১০০ নম্বরের পরীক্ষায় এমসিকিউতে ৭২ নম্বর, এসএসসি বা সমমানের জিপিএতে ১০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএতে ১৮ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি অনুষদে ৭২ নম্বরের এমসিকিউ তিনটি বিষয়ে, প্রতি বিষয়ে ২৪ নম্বর করে।ব্যবসায় শিক্ষা অনুষদে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান, সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা এবং বিজ্ঞান অনুষদে রসায়ন ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলকসহ গণিত বা জীববিজ্ঞানের যেকোনো একটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে সাধারণত ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান—এ তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে।

এর আগে, আগামী ২০ নভেম্বর দুপুর ১২:০০ টা থেকে শুরু হবে জবি ১ম বর্ষের ভর্তি আবেদন এবং চলবে ০৩ ডিসেম্বর রাত ১১:৫৯ টা পর্যন্তু। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে A, B, C ও D প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে ১,০০০/- (একহাজার টাকা) এবং E ইউনিটের জন্য ১,২০০/- (একহাজার দুইশত টাকা) প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

এর আগে, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভার (জরুরী সভা) সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে এ ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়।

উল্লেখ্য, ই-ইউনিট (চারুকলা অনুষদ) এর পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩ টা হতে ৪:৩০; এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা; সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টা হতে ১২ টা; ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা; বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্তু অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম জানান, এবারের জবি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের মাধ্যমে এসমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব করার জন্যই এ সিদ্ধান্ত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top