২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সকল প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের শালমারা নিশ্চিন্তপুর বাহিরচর দুনাইখালী গ্রামে সামাজিক স্বপ্নছোঁয়া করলাম ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৬০ টি পরিবারের মধ্যে কম্বল শীতবস্ত্র বিতরণ করে।

স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নুরু ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সবাই মোটামুটি শীতে কম্বল দিয়ে থাকে। তারা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু বিকেল থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। খেটে খাওয়া মানুষদের এখন শীত নিবারন করা প্রয়োজন, তার সাথে সেই শীতবস্ত্র দিয়ে তারা যেন নিজেদের কাজকর্ম চালাতে পারে সে বিষয়ও নিশ্চিত করা দরকার। আমরা এই ফাউন্ডেশনটি শীত যতদিন আছে, ততদিনই চলমান রাখবো। কম্বল থেকে শুরু করে শীতের যত পোশাক আছে, সবই ফাউন্ডেশনের আওতায় হতদরিদ্র ও রাস্তার মানুষগুলোর জন্য উপহার হিসেবে দিয়ে যাবো।
এসময় ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপহার গ্রহণকারী ৬০টি পরিবারের উপহার গ্রহণকারী সদস্যগণ আরও উপস্থিত ছিলেন।

স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অসাধারণ সম্পাদক আরো বলেন, ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসুস্থ অসহায়ের পাশে দাড়ানো। গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালানো, অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া দেওয়াসহ বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের সাথে জড়িত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top