২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত, একজন আটক

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর মধ্য ভোরা এলাকায় সোমবার গভীর রাতে বিশেষ অভিযানে গেলে ছিনতাইকারীদের হামলায় এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরে পুলিশ অভিযান চালিয়ে ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আব্রাহাম (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে।

আহত দুই পুলিশ সদস্যকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে হাসপাতাল পরিচালক জানিয়েছেন—এএসআই রশিদের কপাল, ঠোঁট ও হাঁটুতে গুরুতর আঘাত লেগে সেলাই করতে হয়েছে এবং কনস্টেবল সাইফুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান, তার দুটি দাঁত ভেঙে গেছে এবং চোখ-ঠোঁটে আঘাত রয়েছে।

গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, আটক আব্রাহাম থানা হেফাজতে আছে এবং বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top