এম,এম,রহমান,উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের প্রদর্শনী মাঠে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা এর সভাপতিত্বে, ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ জেরিন জামান অনির সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমে, উজিরপর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সহ-সভাপতি আঃ রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স৷ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির শরীফ, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধক্ষ্য জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ সোহাগ হাওলাদার, উজিরপুর প্রেসক্লাব সদস্য আহাদ সুমন ও প্রমূখ। উজিরপুর প্রাণী সম্পদ দপ্তর থেকে জানা যায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত চলবে।