মোহাম্মদ নয়ন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার খাসের হাট বাজারের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সেতু শুধু ভোলার নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। অনেক বছর ধরে আলোচনা হলেও বরিশাল-ভোলা সেতু নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। অথচ এ সেতু হলে ভোলাবাসী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যাতায়াত সহজ হবে এবং শিল্পকারখানা স্থাপনের পথ খুলবে।
মিছিলে বক্তব্য রাখেন- ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত, চাঁচড়া মোহাম্মদিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা হাসান, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী মো. লিটন হাওলাদার। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।