মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
“দেশীয় জাতে আধুনিক প্রস্তুতি, প্রাণীসম্পদের উন্নতি” এই প্রতিপাদ্যে রাজবাটীর বালিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা সদরের ঐতিহ্যবাহী কুঠির মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়।
সকালে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পায়রা উড়িয়ে ও ফিতা কেঁটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, বালিয়াকান্দি থানায় অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জান ডেইরী ফার্মের মালিক আবুল হোসেন খান, ইসলামপুর ইউনিয়ন পিজি সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
প্রদর্শনীতে মোট ২৮টি স্টলে গবাদিপশু, হাঁস, মুরগী, পাখি, ছগল, গাড়োল, গাভীসহ প্রানি জগথের অনেক কিছুই প্রদর্শন করা হয়।
এসময় বক্তাগণ বলেন, উপজেলায় ৮ শতাধিক মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সবাই একজন করে উদ্দ্যোক্তা। অনেকেই গাভী, ছাগল, গাড়োল, ভেঁড়া, হাঁস, মুরগী, কবুতরসহ অন্যান্য প্রানি পালন করে স্বাবলম্বী হচ্ছে। আমরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে আগামীতে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবো।