২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বম সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনী

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনী।
বুধবার (২৬ নভেম্বর) সকালে সদর জোন মাঠে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬ জন সদস্যদের মাঝে রসদ প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রসদ প্রদান করেন সেনা সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম পিপিএম সহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও বম সম্প্রদায়ের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে সেনা সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বম সম্প্রদায়ের জনগন যাতে তাদের বসতভিটায় শান্তিতে থাকতে পারে সেজন্য সেনাবাহিনী তাদের পাশে রয়েছে আর আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।
এসময় বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬ জন সদস্যদের মাঝে প্রতিজনকে চাউল ৫০ কেজি, ডাল ৫ কেজি, লবন ৫ কেজি, তেল ৫ কেজি, আলু ৫ কেজি, পেয়াজ ৫ কেজি করে রসদ প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top