এম,এম,রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক :
বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহনান মাসুম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার , উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য গোলাম মোস্তফা আকাশ, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । একই সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।