জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২০২৪ সালে অনুষ্ঠিতব্য উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার কারণে দল থেকে বহিষ্কার হন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বি এন পির প্রচার সম্পাদক ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। পুনর্বহালের পর সিলেট পৌঁছালে দীর্ঘদিন আনন্দোলন সংগ্রামে সাথে তাকা এই নেতাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা মিফতাহ সিদ্দিকী।
কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান শাকিল, সিলেট মদন মোহন কলেজের শিক্ষক লে. কর্নেল মনিরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, চৌধুরী খালেদ আকবর, বেলাল আহমদ, মিফতাহ উল কবির মিফতাহ, মহানগর তাতীদল নেতা রায়হাদ বক্স রাক্কু, বিএনপি নেতা আসাদুল ইসলাম আসাদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি. এম. আজম, মহানগর বিএনপি নেতা নাহিদ আহমদ ও ফজলুল করিম এনামসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
এ সময় তিনি আব্দুল আউয়াল মিছবাহকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন।
দলে পুনর্বহালের পর ঢাকায় অবস্থানরত আব্দুল আউয়াল মিছবাহ বুধবার সন্ধ্যায় সিলেট পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ফুল দিয়ে বরণ করেন। এরপর তিনি সংগঠনের চলমান পরিস্থিতি, সাংগঠনিক করণীয় এবং আগামীর রাজনৈতিক পরিপ্রেক্ষিত বিষয়াদি নিয়ে মিছবাহকে পরামর্শ দেন।
পুনর্বহালের প্রতিক্রিয়ায় আব্দুল আউয়াল মিছবাহ বলেন, দলের প্রতি আমার বিশ্বাস, আস্থা ও কমিটমেন্ট সবসময় অটুট ছিল। আমাকে দলে পুনর্বহাল করে আজকে বৃহত্তর সিলেট বিভাগের ক্লীন ইমেজের নেতা আমাদের দীর্ঘ আনন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক জননেতা জনাব মিফতাহ সিদ্দিকী ভাই আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য উনাকে এবং উপস্হিত নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় থেকে জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি দল, দেশ ও মানুষের কল্যাণে আরও আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।