নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় বিশেষ সামরিক ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
বিমানবন্দরে ব্র্যাক তাৎক্ষণিক সহায়তা ও পরিবহন ব্যবস্থা করে দেয়। ফেরত আসাদের মধ্যে ২৬ জন নোয়াখালীর। কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে। চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছে। চলতি বছর এ নিয়ে মোট ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। ব্র্যাক জানায়, ফেরত আসা ৩৯ জনের মধ্যে ৩৪ জন বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন।
পরে ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের দুজন সরাসরি যুক্তরাষ্ট্রে এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। আইনি প্রক্রিয়া শেষে সবার বিরুদ্ধে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান প্রশ্ন তুলেছেন— বৈধভাবে ব্রাজিল নেওয়ার অনুমতি থাকলেও তারা আসলে ব্রাজিল নাকি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন— এ বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ বা সতর্কতা ছিল কি না।
তিনি বলেন, ৩০–৩৫ লাখ টাকা খরচ করে যারা শূন্য হাতে ফিরলেন— এ দায় সংশ্লিষ্ট এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদেরকেই নিতে হবে। ফেরত যাত্রীরা জানান, আগের মতো এবার তাদের হাত–পায়ে শিকল পরানো হয়নি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন আরও কঠোরভাবে চালাচ্ছে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিককে নিয়মিত চার্টার্ড ও সামরিক ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে।
এই বছরের ৮ জুন ৪২ জন এবং মার্চ–এপ্রিলে আরও ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।