নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার পরিচালক ঈশিতা রনির সই করা আদেশ দুদকের মহাপরিচালক (তদন্ত-১) এর কাছে পাঠানো হয়েছে।
দুদকের চিঠিতে অভিযোগ—ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণ। এ বছরের ফেব্রুয়ারিতে ডিএনসিসির প্রশাসক নিযুক্ত হন এজাজ।
তাকে নিয়োগে উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া ডিও লেটার নিয়ে ব্যাপক আলোচনা হয়। অভিযোগ—মোটা অঙ্কের উৎকোচ দিয়ে তিনি পদ বাগিয়ে নেন।
গাবতলী গরুর হাটের ইজারা নিয়ে বিতর্কেরও মুখে পড়েন তিনি। সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প ও কাজে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিয়োগের পর পুরোনো অভিযোগও সামনে আসে— এজাজ নাকি নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয় তার পক্ষ থেকে।
তার সমর্থকদের বক্তব্য— এজাজ ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন, জলাধার রক্ষা, পানির বৈষম্য, অন্তঃসীমান্ত নদীর পানি ও নদীনির্ভর মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে আসছেন। তার কর্মকাণ্ড প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করায় তাদের পক্ষ থেকেই এসব অভিযোগ তোলা হয়েছে।