নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন—জামায়াতে ইসলামীকে ভোট দিলে তার “মৃতদেহ পাবেন”।
শুক্রবার বিকালে ইটনার মৃগা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি নিজেকে “সাধারণ মানুষের ছেলে” বলে পরিচয় দেন এবং স্মরণ করিয়ে দেন—তিনি দেশের মুক্তিযোদ্ধাদের একজন। তিনি বলেন—৫ আগস্টের পর কিছু মহল মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। যারা মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
বিএনপি প্রার্থী দাবি করেন—জামায়াত তাকে “ফজা পাগলা” টাইটেল দিয়েছে। তার ভাষায়, “যে হারামজাদারা আমাকে এই টাইটেল দিয়েছে তারা স্বাধীনতাবিরোধী।”
সমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন—“তাদের যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন।” নেতাকর্মীরা হাত তুলে সমস্বরে জবাব দেন—“না, না।”
সমাবেশে তার স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।