৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি কয়েকটি গণমাধ্যমকে জানান, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই ভোটগ্রহণ হতে পারে। তার ভাষায়, “৮ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময়।”

এদিকে তফসিল ঘোষণা নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তফসিল ও ভোটের দিন চূড়ান্ত করা হবে। এরপর দু–তিন দিন রেখে বা ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে।

একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট—এই বাস্তবতা বিবেচনায় ভোটগ্রহণের সময় বাড়ানোর প্রস্তাব এসেছে কমিশনে।
ইসি আনোয়ারুল জানান—

  • গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে

  • ভোটের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে

  • সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৭টা থেকে ভোট শুরু এবং

  • বিকাল ৪টার পরিবর্তে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চালানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, “যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে, তাই কিছু প্রযুক্তিগত ও সময়গত পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top