৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা-তারেক সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে গুম–নির্যাতন মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি

নিজস্ব প্রতিনিধি:

গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ মোট ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকালে ঢাকার সেনানিবাস সাব–জেল থেকে মামলার ১০ সেনা কর্মকর্তা আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২৩ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছিল। পলাতক আসামিদের জন্য আদালত স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে এই সেনা কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন।

অন্যদিকে, আশুলিয়ার ‘৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যা’ মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনও আজ অনুষ্ঠিত হচ্ছে। এ মামলায় গ্রেফতার ৯ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top