নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বুধবার (৩ ডিসেম্বর) এ রিট আবেদন দাখিল করেন।
রিটে বলা হয়েছে, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া সংবিধানবিরোধী, তাই এসব নিয়োগ অবৈধ ঘোষণা করতে হবে।
একই সঙ্গে নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে নির্বাচন প্রক্রিয়া নির্বাহী বিভাগের প্রভাবে থেকে যায়, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা তৈরি করে।
আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগ এখন আস্থা ও গ্রহণযোগ্যতার সংকটে থাকা অবস্থায় তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করলে প্রভাবিত নির্বাচনের আশঙ্কা থেকেই যায়। তাই জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়ার দাবি করা হয়েছে রিটে।
আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।