নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘টেকনিক্যাল সমস্যা’র কারণে ফ্লাইটটি বিলম্বিত হতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে জানান, এয়ার অ্যাম্বুলেন্স রাতেই ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সন্ধ্যায় তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট দেরি হতে পারে। ফলে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশে রওনা শুক্রবার সকাল ১০টার পরেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের ৭ জানুয়ারি একই কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন।
এদিকে লন্ডন থেকে দেশের পথে রওনা হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তিনি বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর পর একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরে যাবেন।
খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন লন্ডনে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন—
সৈয়দা শর্মিলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ অন্যান্য সহযাত্রীরা।
খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক দলের পরামর্শেই তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।