১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩০ জন আহত—২ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি:

জাপানে ৭ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং দেশটির ২ হাজারেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপের আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রের নিচে ৫০ কিলোমিটার গভীরে। শুরুতে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয় জাপানের আবহাওয়া দপ্তর।

তবে নিকট ভবিষ্যতে আরও শক্তিশালী কম্পন হতে পারে বলে সতর্ক করেছেন ভূতত্ত্ববিদরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি নাগরিকদের পরবর্তী কয়েক দিন সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। ভূমিকম্পের পর আওমোরি ও আশপাশের উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top