১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি এম.এ গাফফার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় এম.এ গাফফার প্রধান (দৈনিক তিস্তা) সভাপতি এবং সেলিম রেজা (আলোকিত সকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি: তোজাম্মেল হক (সাপ্তাহিক জয় ভিশন), মোফাজ্জল হোসেন (দৈনিক সবরকম খবর), আহসান হাবিব রিয়ন (দৈনিক আমার বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক: সুমন মিয়া (দৈনিক দেশ প্রতিদিন), সহ সাংগঠনিক সম্পাদক: মেহেদী হাসান, অর্থ সম্পাদক: ইমরান প্রধান (জনপদ সংবাদ), দপ্তর সম্পাদক: ফাহিম হোসেন রিজু (দৈনিক তৃতীয় মাত্রা), প্রচার সম্পাদক: জাহাঙ্গীর আলম (সাপ্তাহিক প্রত্যাশার আলো), ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক: আব্দুর রাজ্জাক (সোনার বাংলা)

সাধারণ সভায় প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top