১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল গুরুদাসপুর

মোঃ নাঈম ইসলাস, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা – ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, মোহাম্মদ শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (১৩ ডিসেম্বর) রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জমায়েতে ইসলামের গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বিক্ষোভ মিছিলটি চাঁচকৈড় বাজার বাঁশ হাট থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৈতালি হাট মোরে পথসভা করেন।

উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হাকিম, নাটোর-৪ আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী ।

বিশেষ অতিথি বৃন্দ, মোঃ আব্দুল খালেক মোল্লা, সাবেক উপজেলা আমির,মোঃ শফিকুল ইসলাম মাস্টার, সেক্রেটারি, শুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলাম।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর আমির ও মেয়র পদপ্রার্থী গুরুদাসপুর পৌরসভা।

এছাড়াও উক্ত পথসভায় ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায তীব্র নিন্দা জানান ও হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top