মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলতি বছরও দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে বাজিমাৎ করেছে প্রতিষ্ঠানটির এইচএসসি পাস করা শিক্ষার্থীরা। এবার এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন মোট ৪৫ জন শিক্ষার্থী।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এই সাফল্যের তথ্য সামনে আসে।
কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ৪৫ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ছেলে ও ৩২ জন মেয়ে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে তারা ভর্তির সুযোগ পেয়েছেন।
শুধু মেডিকেল নয়, প্রতিবছরই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী রুয়েট, কুয়েট, চুয়েটসহ দেশের বিভিন্ন নামকরা প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকে। চলতি বছর মেডিকেল কলেজে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী সুযোগ পাওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “এই প্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং নিয়মিত তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতি বছরই আশাব্যঞ্জক ফলাফল অর্জন করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখা সম্ভব হচ্ছে। এবছর ৪৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, তবে চূড়ান্ত তথ্য পাওয়া গেলে সংখ্যাটি আরও দু’একজন বাড়তে পারে।”
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বনাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। শিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে। এ কলেজে বর্তমানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পাচ্ছে।
প্রতিষ্ঠানটির ইতিহাস অনুযায়ী, ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হয়। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে এখানেও একটি টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে, যার মূল লক্ষ্য ছিল রেলওয়ে কারখানার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করা। পরবর্তীতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সুপরিচিত।