১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে গণসমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার আদর্শের লড়াই থামবে না—এই ঘোষণা দিয়ে তার বোনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার কথা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে হাদির নামে শাহবাগ চত্বরের নামকরণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশ নেন; অনেকেই পরিবারসহ উপস্থিত হন, আবার অনেকে মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না, কারণ তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, আজ যারা সুশীলতার কথা বলছেন, কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের কোনো প্রতিবাদ দেখা যায়নি, তাই বাংলাদেশে এই ধরনের ভণ্ড সুশীলগিরি আর চলবে না।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন; তাদের হাতে পতাকা, মুখে স্লোগান—‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন, হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানী ঢাকা ও সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top