১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন হবেন শহীদ ওসমান হাদি

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল দাফনের আগে বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের এক স্ট্যাটাসে জানানো হয়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবে।

পরিবারের দাবির ভিত্তিতেই কবি নজরুলের পাশে দাফন ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন ভিন্ন খাতে নিতে না পারে বা সহিংসতার সুযোগ না পায়। একই সঙ্গে জানানো হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top