২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিয়ায় আইএসআইএসের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএস)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়ার পালমিরা শহরে দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সিরিয়ায় আইএসআইএসের নৃশংস হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার জবাবে এ অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, সিরিয়ার নতুন সরকারও এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসআইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করছে সিরিয়া।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও কামানের মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলের একাধিক স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। জর্ডান থেকে উড্ডয়ন করা বিমানও অভিযানে অংশ নেয়। সেন্টকমের তথ্য অনুযায়ী, অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মার্কিন বাহিনী ও তাদের অংশীদারদের ক্ষতি করতে চাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরলসভাবে অভিযান চালিয়ে যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top