২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ঝালকাঠিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুরে ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ জোহর সর্বস্তরের মানুষের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন মসজিদ থেকে আগত পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে উপস্থিত বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদীর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি জাতি ও সমাজের জন্য একটি বড় শূন্যতা। তাঁরা এই মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গায়েবানা জানাজায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ ময়দান এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top