মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাইযোদ্ধা, সংগ্রামী ও ইনকিলাবী যুবনেতা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত স্মরণেই এই কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি আক্কাস আলী।
অনুষ্ঠানে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির সাহসী নেতৃত্ব, সত্য ও ন্যায়ের পক্ষে তার আপসহীন অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ ইসলামী আন্দোলনের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
দোয়া মাহফিল শেষে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।