সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
আদমদীঘি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদের সামনে পথসভাটি অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, আহসান হাবীব তুহিন, রিয়ন সরকার, এ্যাড. আরিফুল ইসলাম, আওয়াল খন্দকার, আব্দুর রহিম বাবু প্রমুখ। বক্তারা শরীফ ওসমান হাদিকে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।