৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত জানালো

সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সকল প্রাথমিক বিদ্যালয় চলতি সপ্তাহে খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক রয়েছে বলেও জানিয়েছেন । তবে সে বৈঠক আজ হচ্ছে না। বরং সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল ক্যাবিনেট (মন্ত্রিসভা) মিটিং আছে। এটা নিয়মিত মন্ত্রিসভার বৈঠক। কোনো স্পেশাল মন্ত্রিসভার বৈঠক নয়। এ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে। সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর সিদ্ধান্ত জানা যাবে। এটাই হয়ে থাকে, এবারও সেটাই হতে পারে।’

এর আগে শনিবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ: গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো (পুশইন) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার পররাষ্ট্র

সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলায় নিহত ২৬, গুলিবিদ্ধ ৪৬

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।

ভারতের ‘অপারেশন সিন্দুর’-এ হামলা, পাশে ইসরাইল, নিন্দায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ও দেশটির অধিকৃত কাশ্মীর অঞ্চলে নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার পরপরই প্রকাশ্যে এসেছে ইসরাইলের সমর্থন। ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মোড়, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ এবং আহত ৩৫

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল

Scroll to Top