২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশেই গোলাগুলির ঘটনায় আটক ১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। তবে সেবার কানে গুলি লাগলেও প্রাণে রক্ষা পান তিনি। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও তার কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা গলফ ক্লাবের কাছেই হত্যাচেষ্টা হয়েছে। তবে এ ঘটনায় তিনি নিরাপদ রয়েছেন। হত্যাচেষ্টায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সিক্রেট সার্ভিস সদস্যরা রাইফেলসহ একজনকে আটক করেছে এবং তাকে লক্ষ করে উন্মুক্ত ফায়ার করেছে। এ সময় ট্রাম্প ২৭৫ থেকে ৪৫৫ মিটার দূরে ছিলেন।

বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে একটি একে৪৭ স্টাইলের অস্ত্র, স্কোপ, দুটি ব্যাকপ্যাক এবং ক্যামেরা পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এজেন্টরা তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়লে সন্দেহভাজন ব্যক্তি কয়েকবার আড়াল হন এবং একটি কালো গাড়িতে চেপে পালিয়ে যান। এ সময় তিনি গাড়ির নাম্বার প্লেটের ছবি তোলেন এবং এটি পরে ক্লাবের ‍ উত্তরে মার্টিন কাউন্টিতে পাওয়া যায়।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের কাছাকাছি কে বা কারা এ গুলি চালিয়েছে তা স্পষ্ট জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গলফ মাঠের কাছে দুই ব্যক্তি বিতণ্ডায় জড়িয়েছিলেন। তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেন, তিনি (ট্রাম্প) নিরাপদে আছেন জেনে আমি আনন্দিত। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top