আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
শবে বরাত মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাতে মুমিনরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় রত থাকেন। দেশের সর্বত্র ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার দৃশ্য দেখা যায়।
বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। হজরত মুহাম্মদ (সা.) এই রাতে ইবাদতে নিমগ্ন থাকতেন এবং উম্মতকে ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তাগিদ দিতেন।
চট্টগ্রামের মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকে শুরু হয় বিশেষ নামাজ, মিলাদ ও দোয়ার মাহফিল। উপচে পড়া ভিড়ে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়। অনেকে রাতভর ইবাদতে মগ্ন থেকে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন।
শবে বরাতের অন্যতম অনুষঙ্গ হলো প্রয়াত স্বজনদের স্মরণ। অনেকে কবরস্থানে গিয়ে মৃত আত্মীয়দের জন্য দোয়া করেন। পাশাপাশি অসহায় ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। মসজিদগুলোর সামনে অতিরিক্ত নিরাপত্তা প্রহরী মোতায়েন এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
এক মুসল্লি বলেন, ‘শবে বরাত আমাদের জন্য আত্মশুদ্ধি ও প্রার্থনার রাত। আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাই এবং শান্তির জন্য প্রার্থনা করি।’
শবে বরাতের শিক্ষা আমাদের শেখায় – ক্ষমাশীলতা, মানবতা ও সহমর্মিতার পথে চলা।