২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তার শিক্ষাগত সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চবি উপাচার্যের কার্যালয়ে বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা রাতের মধ্যেই প্রকাশ করা হবে।

এ ঘটনায় জড়িত মোট ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে নয়জন শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, ধর্ম অবমাননার অভিযোগে দু’জন শিক্ষার্থীকে যথাক্রমে দুই বছর এবং এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর ওপর আফসানা এনায়েত এমি শারীরিক আক্রমণ চালান। একই সময়ে আরও আটজন নারী শিক্ষার্থী কয়েকজন শিক্ষক ও সাংবাদিককে লাঞ্ছিত করেন। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গ প্রতিরোধে আরও কঠোর নীতিমালা কার্যকর করা হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top