২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

উৎসবমুখর পরিবেশে ইবিতে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্তবরণ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। এতে শিক্ষার্থীদের আনন্দে উদ্বেলিত দেখা যায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

এ সময় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা।

এ সময় চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের উৎসব প্রত্যেকেরই ভালো লাগে। এখানে নানা আয়োজনে উৎসবটি পালিত হচ্ছে। একদিকে বিভিন্ন স্টলে পিঠা সহ নানান রকম খাবার বিক্রি করছে, অন্যদিকে মঞ্চে কেউ নাচ-গান সহ নানা ধরনের নাটক প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া বসন্তের নানা চিত্র প্রদর্শনী করা হয়েছে। এতে আমরা উৎসবটি উপভোগ করছি।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক। তিনি আরও বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে অফিস সংস্কারে চাঁদা তোলার অভিযোগ সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে অফিস কক্ষ সংস্কারের অভিযোগ উঠেছে।

নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার স্কুল

নীলফামারীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী পুলিশ লাইন একাডেমীর এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। শনিবার (২৬

ডিমলায় পাঠদানের সময় ছাদের বীম ধসে আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার নয় মাসের শিশু সন্তান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় সময় জোরাজির্ণ ভবনের ছাদের বীম ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার

Scroll to Top