২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলাপমেন্টের লক্ষে ইবিতে ‘ক্যারিয়ার ফেস্ট’ অনুষ্ঠিত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলাপমেন্টের লক্ষে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ এর আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রক্টর এবং ইবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম সহ অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন  লেখক এবং ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা, খাইরুল বেসিক ম্যাথের লেখক মো: খাইরুল আলম, ডিএমডি, বিসিএস কনফিডেন্সের সিইও, ক্যারিয়ার ম্যাপ মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মুজাহিদুর রহমান,বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের কুষ্টিয়া রিজিওনাল হেড শাহ মো: আবু আলমগীর সিদ্দিক।এইচ আর পারসেপশন ফাউন্ডার এবং সিইও সিরাজ উদ্দীন চৌধুরী রুবেল ও বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান এবং সংগঠনটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা এবং ব্যার্থতার একটি ধারাবাহিক ইতিহাস থাকে আমারও আছে। আমার জীবনের দুইটি ঘটনা আপনাদের সাথে বলবো- এক আমি যে বিষয়ে গ্রেজুয়েশন করেছি, এখানে কেউ শুধু ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য পড়াশোনা করে না।এখানে উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জ্ঞান অন্বেষণ করা আর মহান আল্লাহর বাণী সকলের নিকট পৌছে দেয়া। আমি কর্পোরেট লাইফে কি করবো! বিসিএস ক্যাডার হব  নাকি চাকরি করবো এগুলো কোন মেটার করে না। আমার পড়াশোনার সময়ে কোন কোচিং ছিলো না, ক্যারিয়ার কন্সাল্টেন্সি ছিলো না। আমি বিসিএসে গিয়েছি, ১৪তম বিসিএসে উত্তির্ন হয়েছি কিন্তু ১৯৯৫ তে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউতে উত্তির্ন হয়ে আমি শিক্ষক হিসেবে জয়েন করি। আমি দুর্নীতি দমন কমিশনে ভাইভা দিয়েছি, বোর্ডে বলেছে আপনার আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ সাবজেক্ট থেকে এখানে চাকরি দেয়া যাবে না। তখন আমি বলেছি, চাকরি আমাকে দিতে হবে, কারণ আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড থেকে আসা কেউ দুই পয়সার দুর্নীতি করবে না আর এখানে দরকার শুধু সেই সততার। বোর্ড আমাকে বলেছে আপনার বিষয়টি বিবেচনায় রাখা যায়, রেজাল্ট হয়েছে আমি ফিট। আমাদের শিক্ষার্থীদের শত যোগ্যতা রয়েছে, তারা অনেক কিছুই ভালো পারেন। যারা অভিজ্ঞ, আমরা তাদের শিক্ষা দেবো সেই সততা। পরিশেষে জুলাই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিলো মেধা। আমরা সেই মেধাকে বিকশিত করার জন্য চেষ্টা- সাধনা করবো তাহলেই বিজয় আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই দরিদ্র বিশ্বে তোমাদেরকে ইংরেজি ভালোভাবে শিখতে হবে। কারণ ইংরেজি হলো দরিদ্র মানুষের ভাতের জোগাড় করে। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কথা “ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যূল কুওয়াতিল মাতীন” এর বিরোধী নই। আল্লাহ তো রিযিক দিবেন তবে ইংরেজি না জানলে ভালো জব পাওয়া কঠিন।

উল্লেখ্য: অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে অতিথিগণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে অফিস সংস্কারে চাঁদা তোলার অভিযোগ সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে অফিস কক্ষ সংস্কারের অভিযোগ উঠেছে।

নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার স্কুল

নীলফামারীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী পুলিশ লাইন একাডেমীর এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। শনিবার (২৬

ডিমলায় পাঠদানের সময় ছাদের বীম ধসে আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার নয় মাসের শিশু সন্তান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় সময় জোরাজির্ণ ভবনের ছাদের বীম ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার

Scroll to Top