আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে শারজাহতে অবস্থানরত দায়িত্বশীল ও প্রবাসী ওলামায়ে কেরামদের নিয়ে গতকাল (রবিবার) স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা শেখ নুরুল আবসার শাহ সাহেব। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন নয়ন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা, জামিয়া ইসলামিয়া ভূজপুরের মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা জোনায়েদ বিন জালাল সাহেব হাফি.।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা শেখ শোয়াইব সোলাইমানী, সহ-সভাপতি মাওলানা তৈয়ুব সাহেব (বড় হুজুর), মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাসান, মাওলানা ক্বারী নাছির, মাওলানা বখতিয়ার হাশেমী ও মাওলানা শোয়াইব হাটহাজারী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকার সর্বস্তরের জনগণ ও ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও সংহতি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আলেম-ওলামা এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের সহযোগিতা করে আসছে, যা প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মহান আল্লাহর রহমত এবং সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে অসহায় আলেম-ওলামা, গরীব ও দুঃস্থদের সহায়তায় প্রবাসী ওলামা পরিষদের কার্যক্রম আরও বেগবান করতে হবে।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে এলাকার নিম্ন-আয়ের আলেম-ওলামা, ইমাম-খতিব ও তৌহিদী জনতাকে ঈদের হাদিয়া প্রদানের জন্য পরিষদের তহবিলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এ উপলক্ষে বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রায় ৫৯ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।