২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এ সম্পর্কিত আরও খবর

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (রার্ক) খুলনা জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা ও কার্যালয়ের উদ্বোধন কাজী রিয়াজ, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (রার্ক) খুলনা জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা ও কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় নগরীর পুষ্পবিলাস হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অব.) ডাঃ হাবিবুর রহমান। আলোচনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান লেলিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মোঃ কিবরিয়া, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মোঃ আবু বাকী, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট কাজী রিয়াজুল ইসলাম, বাদশা মীর, অনারারি ক্যাপ্টেন মাহবুব উল আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ সালাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা জেলা সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল হক, সার্জেন্ট শাকের অভি, সার্জেন্ট ইকরামুল হকসহ আরো অনেকে। এর আগে শিববাড়ী মোড়ে ১৭০/এ খান কোট বিল্ডিংয়ে রার্ক খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ও সম্মান রক্ষায় রার্ক নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও সংগঠন এ কার্যক্রম আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

উত্তরায় ফুটওভার ব্রিজে দুই যুবককে ঝুলিয়ে গণপিটুনি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে জনতা। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় বকুল (৪০) ও নাজিম (৩৫) বলে জানা গেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. শামীম আহমেদ জানান, ওই দুইজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গেলে পথচারীরা ধরে ফেলে। এরপর ক্ষুব্ধ জনতা তাদের ব্রিজে ঝুলিয়ে পিটুনি দেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাদের পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে, যার ফলে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top