রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে জনতা। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় বকুল (৪০) ও নাজিম (৩৫) বলে জানা গেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. শামীম আহমেদ জানান, ওই দুইজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গেলে পথচারীরা ধরে ফেলে। এরপর ক্ষুব্ধ জনতা তাদের ব্রিজে ঝুলিয়ে পিটুনি দেয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাদের পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে, যার ফলে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।