মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
আজ ২৮ ফেব্রুয়ারি নীলফামারীর ডিমলা উপজেলায় গলায় কাপড় পেঁচিয়ে কুমুদিনী রায় (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মৃত মহেশ চন্দ্র রায়ের বিধবা স্ত্রী কুমুদিনী রায় বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন কুমুদিনী রায়। অসহনীয় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তার ছেলে হরিচরণ রায় (৫০) জানান, চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। মায়ের অসহনীয় যন্ত্রণা তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।