২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকৃবি বাঁধনের নতুন কমিটি ঘোষণা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

বাঁধনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদ ২০২৫ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ রনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসতিয়াক আহম্মেদ পরাগ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২৪ অনুষ্ঠানে নতুন ওই কমিটি ঘোষণা করা হয়।

এসময় বাঁধন বাকৃবি জোনের সদ্যবিদায়ী সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড.মো রুহুল আমিন। এছাড়া বাকৃবির ১৩ হল ইউনিট ও ১ টি হল পরিবারের প্রায় দুই শতাধিক বাঁধনকর্মী ছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নতুন ওই কমিটিতে নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন- কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. লাফসান তালুকদার রামিন ও মো. জাহিদ হাসান, সহ-সভাপতি হিসেবে পাপন কর্মকার ও বিপাশা ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মো. আলিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসুম, কোষাধ্যক্ষ হুরে জান্নাত বিনতে তফিক, দপ্তর সম্পাদক নাজিফা তাবাসসুম ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈবাল সাহা রৌদ্র, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক আদিবা আফরিন, নির্বাহী সদস্য অনিমেষ সাহা বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, “বাঁধন শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত এক উজ্জ্বল উদাহরণ। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’- এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনের কর্মীরা বছরের পর বছর বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করছে। তাদের এ মহৎ উদ্যোগ অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে।”

তিনি আরো বলেন, “নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা, তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মহান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। রক্তদানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করবে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বাধনের ইতিবাচক কার্যক্রমে সহায়তা করবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top