আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া এলাকায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছবুরা খাতুন (৭০)। নিহতের ছেলে অভিযোগ করছেন, তার মাকে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে গেছে তার বোনের স্বামী মোবারক হোসেন।
শনিবার (১ মার্চ) সকালে গরু চড়াতে গিয়ে স্থানীয়রা জঙ্গলে বৃদ্ধার লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ছেলে ওবায়দুল হক জানান, তার বোনের স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। নিহত ছবুরা খাতুন শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে লাশ পাওয়া যায়। তিনি দাবি করেন, মোবারক হোসেন তার মাকে হত্যা করে পালিয়ে গেছেন।
এদিকে, অভিযুক্ত মোবারক হোসেনের ছেলে মোশাররফ হোসেন বলেন, “আমরা ছোটবেলা থেকেই নানুর (নিহত ছবুরা খাতুন) বাড়িতে থাকি। আমার বাবা আমাদের কোনো খোঁজখবর রাখতেন না এবং তিনি মাদকসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আমার বাবাই আমার নানুকে হত্যা করেছেন। আমি এই হত্যার সঠিক বিচার চাই।”
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। নিহতের পরিবার সঠিক বিচারের দাবি জানিয়েছেন।