মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ৩ মার্চ ২০২৫ (সোমবার): রাজধানীর গুলশান এলাকার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে আগুন নেভানোর পর ঘটনাস্থলে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, “আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। তবে, ছাদে থাকা চিলেকোঠার দরজাটি বন্ধ থাকায় অতিরিক্ত ধোঁয়ায় তারা মারা যান।”
কাজী নজমুজ্জামান আরও জানান, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত কাজ শুরু করেন। ঘটনাস্থলে মোট চারটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে এবং প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, ভবনটির প্রথমতলায় হার্ডওয়্যারের দোকান, দ্বিতীয়তলায় বিউটি পার্লারের দোকান, এবং তৃতীয় তলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুনের সূত্রপাত দ্বিতীয়তলায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, “আগুনের কারণ এখনও নিশ্চিত করা যায়নি। মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি, তবে কমিটি গঠনের পর তদন্ত করে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।”এছাড়া, তিনি আরও বলেন, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটি তৈরি করা হয়নি এবং এতে কোনও ফায়ার সেফটি প্ল্যান বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়িগুলোও সরু ছিল এবং সিঁড়ির পাশে যে জানালা ছিল সেগুলো কাচ দিয়ে বন্ধ ছিল, যা ধোঁয়া বের হতে বাধা সৃষ্টি করেছিল।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানায়, দোতালায় আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিঁড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।