২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ জন গ্রেফতার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধিঃ

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় গত মঙ্গলবার ৪ পৃথক -পৃথক অভিযানে শহরের ৮ নং ওয়ার্ড রেলওয়ে ষ্টেশন এর নতুন প্লাটফর্মের সামনে পাকা রাস্তার উপর ও শহরতলীর ঔ ১৪ নং ওয়ার্ড ছোট বেলাইল নামক স্থানে অতিথি ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা টু রংপুর গামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সিএনজি, ৫টি মোবাইল ফোন, ৭টি সিম এবং নগদ ২১,৪৫০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা, মোঃ জাহিদুল ইসলাম (২৬), পিতা-মোঃ বাহেজ আলী, মোঃ মমিনুর ইসলাম (২৫), পিতা মোঃ খতিবর রহমান, উভয় সাং-দক্ষিণ বাড়ইপাড়া, ইউপি-টঙভাঙা ওয়ার্ড নং-০৫, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট। মোঃ শাহিন বাদশা (৪৮), পিতা মৃতঃ আব্দুল জব্বার, সাং-ছোটবাখোরা, ইউপি-মুড়াইল ওয়ার্ড নং-৫, খানা- কাহালু। মোঃ মামুনুর রশীদ মামুন (২৬), পিতা-মোঃ আশরাফ আলী, গ্রামঃ ফুলগাছ ভারালদা বাজার, ইউপিঃ মোগলহাট, থানাঃ সদর জেলাঃ লালমনিরহাট। ঝন্টু বাসপর (২০), পিতা-কানাইলাল বাসপর, সাং-চকসূত্রাপুর (হরিজন কলোনী), বগুড়া সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top