১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তালার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও প্রয়াত নেতাদের কবর জিয়ারত

কাজী রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (৫ মার্চ) বিকেলে হরিহরনগর ফুটবল মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি নেতা শিক্ষক হাসিবুর রহমান ও মেহেদি হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “দেশের জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণকে বাদ দিয়ে সরকার জোরপূর্বক নির্বাচনের নামে প্রহসন করেছে। আমরা সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু সংসদ নির্বাচন চাই।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ সফিকুল ইসলাম, মোশারাফ হোসেন, আব্দুল গফফার, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ শত শত নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল কুদ্দুস।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top