১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হিজবুত তাহরীরের দেশবিরোধী ও ইসলামবিরোধী তৎপরতা প্রতিহত করা আমাদের ঈমানি ও জাতীয় দায়িত্ব : বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

হিজবুত তাহরীরের দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

গতকাল ০৭ মার্চ’২৫ শুক্রবার সংগঠনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম ও সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা হিজবুত তাহরীরের ষড়যন্ত্রমূলক, রাষ্ট্রবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই। এ সংগঠন ইসলামের নাম ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আজ বাইতুল মোকাররম থেকে তাদের মিছিলের সময় হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনা প্রমাণ করেছে যে, তারা ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষার নামে প্রকৃতপক্ষে এক ভয়ঙ্কর চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।

নেতৃদ্বয় বলেন, এই মুখোশধারী দল ইসলামের খোলসে লুকিয়ে উগ্র মতবাদ প্রচার করে, মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্ট করে এবং শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। বাইতুল মোকাররমে আজ গেরুয়া পতাকা উত্তোলন করে তারা তাদের ইসলামবিরোধী ষড়যন্ত্রকে স্পষ্ট করে দিয়েছে। এটি কেবল উসকানিমূলক নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও ইসলামের বিরুদ্ধে এক সুস্পষ্ট চ্যালেঞ্জ।

নেতৃদ্বয় বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই ষড়যন্ত্রকারীদের স্থান এ দেশে নেই। হিজবুত তাহরীর ইসলামের নামে ফিতনা সৃষ্টি করছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং মুসলমানদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা কখনোই ইসলামের সঠিক পথের অনুসারী নয়, বরং শত্রুদের হাতের খেলনা হিসেবে মুসলিম উম্মাহর বিরুদ্ধে কাজ করছে।

নেতৃদ্বয় আরও বলেন, হিজবুত তাহরীরের দেশবিরোধী ও ইসলামবিরোধী তৎপরতা প্রতিহত করা আমাদের ঈমানি ও জাতীয় দায়িত্ব। আমরা সরকার, ইসলামপ্রিয় জনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—এই সংগঠন ও তাদের ষড়যন্ত্রের মূল শিকড় নির্মূল করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top