২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিলে আটক ১৫ জন

মোঃ সাজেল রানা, অনলাইন প্রতিনিধিঃ

ঢাকা, ০৮ মার্চ ২০২৫ (শনিবার): গতকাল, ৭ই মার্চ ২০২৫ তারিখে নিষিদ্ধ সংগঠন “হিজবুত তাহরীর” এর সদস্যরা রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল বের করে। মিছিলটি প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়, তবে পরে এটি ফিরে এসে পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে এসে দাঁড়ায়।

মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময়, এক ব্যক্তিকে হাতে লাঠি এবং হলুদ ছুড়ি (এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশগ্রহণকারী একজনকে আঘাত করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতার দ্বারা আইন নিজের হাতে তুলে নেয়া অগ্রহণযোগ্য, সুতরাং সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এছাড়া, সেনাবাহিনী ঘটনাস্থল থেকে হিজবুত তাহরীরের আরও ১৫ জন সদস্যকে আটক করে এবং তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের প্রতি সম্মান রেখে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো, যেন সঠিক তথ্য প্রচার করা হয় এবং আইনের মধ্যে থেকেই সহযোগিতা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top