২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ আটকে পুলিশে দিয়েছে জনতা

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটকে পিটুনী দিয়ে মোঃ আনিছ মন্ডল (৩১) নামে এক সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে জনতা। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন মন্ডলের ছেলে।

বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউপির রামকান্তপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মোঃ মাহাবুব শেখের বাড়ীর চৌচালা টিনের ঘরের পিছনে মাটির রাস্তার উপর স্থানীয় লোকজন মোঃ আনিছ মন্ডল নামে একজন ব্যাক্তিকে আটক করে রাখে। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী, এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বুধবার বিকেল সাড়ে ৩টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, রামকান্তপুর গ্রামের স্থানীয় লোকজন মোঃ আনিছ মন্ডলকে মারধর করে তার কোমড়ে গোজা একটি লোহার ইউএসএর তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরি মাগাজিনের ভিতর ২ রাউন্ড এ্যামোনেশন (গুলি) সহ আটক করে রাখে। তখন এসআই অমিত কুমার বাকচী, এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আনিছ মন্ডলকে হেফাজতে নেয়। সে জিজ্ঞাসাবাদে জানায় পলাতক আসামী মোঃ স্বাধীন শেখ তাকে এ অস্ত্রটি দিয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় ২জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top